১। ইউনিয়নের আয়তনঃ ১১.৩৮ বগ কিঃ মিঃ
২।স্থাপনের তারিখঃ ১৬/০৩/২০০৩
৩। নতুন ভবন উদ্ভোধনের কারিখঃ ১৭ জুলাই ২০০৮
৪।মোট ব্যয়ঃ ৩৪,৭৯,৭৯৫/-
৫। জমিদাতাঃ হাজী মোঃ আবুল কাশেম
৬। গ্রামঃ ১৭টি
(ক) শিমুলিয়া ডাঙ্গি পাড়া (খ) শিমুলিয়া মোল্লা পাড়া (গ) শিমুলিয়া তাঁতী পাড়া (ঘ) শিমুলিয়া গুই পাড়া (ঙ) শিমুলিয়া চড় পাড়া (চ) শিমুলিয়া কুঠি পাড়া (ছ) শিমুলিয়া কালীশংকরপুর (জ) বিলজানি (ঝ) সিংগড়ীয়া (ঞ) পাইক পাড়া (ট) মিজাপুর (ঠ) মালীগ্রাম (ড) মানিকাট (ঢ) ইসলামপুর (ণ) বশোয়া (ত) রঘুনাথপুর (থ) পাথালদুর।
৭। মৌজাঃ- ১০টি
৮। মোট রাস্তা ৭৭ কিঃ মিঃ
(ক) পাকা রাস্তা ১৭ কিঃ মিঃ
(খ) কাঁচা রাস্তা ৬০ কিঃ মিঃ
৯। পুকুর সংখ্যা ৬০০টি
১০। মোট জনসংখ্যা ১৫২০৯ জন,
(ক) পুরুষ ৭,৮৭৯ জন
(খ) নারী ৭,৩৩০ জন। খানা/পরিবর সংখ্যাঃ- ৩৬৪০টি
১১। মোট ভোটারসংখ্যা ৯,৫৭৬ জন,
(ক) পুরুষ ৪,৭৭৫ জন
(খ) নারী ৪,৮০১ জন
১২। হাট ২টি
(ক) বিলজানি বাজার
(খ) নকশা বাজার
১৩। সরকরী প্রাথমিক বিদ্যালয় ৭টি, বেসরকরী প্রাথমিক বিদ্যালয় ৫টি।
১৪। মাধ্যমিক বিদ্যালয় ২টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ২টি।
১৫। মাদ্রাসা দাখিল ১টি, এফতেদায় ৪টি।
১৬। মসজিদ ২২টি,
১৭। মন্দির ১০টি,
১৮। মোট জমির পরিমানঃ-১১৮৫ হেক্টর,
(ক) এক ফসলী ১০০ হেক্টর,
(খ) দুই ফসলী ৬০০ হেক্টর,
(গ) তিন ফসলী ৪৮৫ হেক্টর,
(ঘ) জলাসয় ২০ হেক্টর,
(ঙ) ফলবাগান ৬০ হেক্টর
১৯। শিক্ষার হার ৬২%
২০। ঈদগাহ সংখ্যা ১০টি
২১। গোরস্থান ৮টি
২২। ভিজিডি কাড ধারী ২৩৭জন।
২৩। মাতৃত্বকালীন ভাতা ৭৯ জন।
২৪। বয়স্ক ভাতা সংখ্যা ৩০৩ জন
২৫। বিধবা ভাতা সংখ্যা ২২৩ জন
২৬। প্রতিবন্দী ভাতা সংখ্যা ২৮ জন
২৭। মুক্তিযোদ্ধা ভাতা সংখ্যা ২০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস