রসঙ্গত, কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী হাওর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটিতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি থাকলেও নারী সমাজের কোন প্রতিনিধি থাকার বিধান ছিল না।
বিষয়টি নজরে পড়ায় সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও বাংলাদেশ কৃৃষক লীগ কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার কাবিটা নীতিমালা পরিবর্তন করে প্রতিটা জেলা-উপজেলা মনিটরিং কমিটিতে নারী সমাজের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে প্রথমে ২৮ অক্টোবর ও পরে ২৯ নভেম্বর মন্ত্রণালয়ে আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর পানিসম্পদ মন্ত্রীর সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ডের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে তিনি নারীদের সম্পৃক্ত করার পক্ষে জোরালো দাবি তুলে ধরেন। পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২১ ডিসেম্বর মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি হয়।
অ্যাড. শামীমা শাহরিয়ার জেলা-উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান যাতে সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সকল কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করা হয়।
১। মানিকাট আলাউদ্দিনে বাড়ী হইতে অজেদ আলীর বাড়ী পযন্ত রাস্তা সংস্কার ৯,০০০মেঃ টন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস